Header Ads Widget

Responsive Advertisement

নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের পঞ্চাশ বছর পূর্তিতে মিলন মেলা


বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের পঞ্চাশ বছর পূর্তিতে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী ড্রিম হলিডে পার্কে আজ শনিবার সকাল নয় ঘটিকা থেকে দিন ব্যাপী নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহাবুবুর রহমান মনির এর সভাপতিত্বে ও তৌকির আহমেদ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর কৃতি সন্তান বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি গিয়াস উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্রিম হলিডে পার্কের স্বর্তাধিকারী বাবু প্রবীর কুমার সাহা, উপদেষ্টা ড.মশিউর রহমান মৃধা,  ডাঃ আব্দুল মতিন, স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য সচিব আল আমিন রহমান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, রমনী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন ভূইয়া লিটন, শিল্পপতি আব্দুল মোমেন মোল্লা, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, নরসিংদী প্রেস ক্লাবের কোষাদক্ষ জয়নুল আবেদীন,উপদেষ্টা রাসেল বিন হাসনাত,এডভোকেট শহিদুল্লাহ, আবদুল্লাহ আল রাসেল, শফিকুল ইসলাম শফিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন । ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্নীল সাজে আনন্দঘন পরিবেশে ঝাঁক-জমকভাবে দিন ব্যাপী নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের পঞ্চাশ বছর পূতিতে মিলন মেলা অনুষ্ঠানটি নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম মূলত এ জেলার ছয়টি উপজেলা নিয়ে একযোগে কাজ করে যাচ্ছে। বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে ছয় উপজেলার ৩১১ টি সামাজিক সংগঠনের মোট ৬৯৭৫জন স্বেচ্ছাসেবী অংশ গ্রহন করে অনুষ্ঠানটি মাতিয়ে তুলেন। বিগত দিনে এই সংগঠন গুলো যার যার অবস্থান থেকে সমাজ সেবামুলক কাজ করে দেশের মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ ছাড়া সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন সময় রক্ত দিয়ে, আর্থিক সাহায্য করে,পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন, বন্যাত্বদের ত্রাণ সামগ্রী বিতরন, গৃহহীন অসহায়দের ঘর নির্মাণ, বেকার যুবকদের কর্মসংস্থান করে নজির স্থাপন করেছেন। এই সংগঠনটিকে সারা বাংলাদেশের সেরা সংগঠনে পরিণত করেছেন এক ঝাঁক তরুণ শিল্প উদ্যোক্তা এই সংগঠনটিকে ধারক বাহক হিসেবে কাজ করে যাচ্ছে । নরসিংদীর সমাজ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে বিরতিহীন ভাবে  কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী ফোরামের নেতৃবৃন্দরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ