Header Ads Widget

Responsive Advertisement

ফতুল্লার ইসদাইর এলাকায় সহপাঠিদের ছুরিকাঘাতে ধ্রূব নামে এক স্কুল ছাত্র নিহত

নিহত ধ্রূব

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকায় সহপাঠিদের ছুরিকাঘাতে ধ্রূব (১৭) নামে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্র খুন। ১৭ মে আনুমানিক রাত ৮ টা ২৫ মিনিটের দিকে ধ্রূবকে ডেকে নিয়ে যায় তারই সহপাঠিরা। নিহত ধ্রূব (১৭) ফতুল্লা ইসদাইর নিবাসী মাধব চন্দ্র দাসের একমাত্র ছেলে।

ঘাতকেরা নিহত ধ্রূবকে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের কাছে অন্ধকারে নিয়ে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায় প্রধান আসামি তারই সহপাঠি পিয়াস ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও বাকিরা মারধর করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরায় দেখা যায় রাত আনুমানিক ৮:২৫ মিনিটের দিকে একদল কিশোর নিহত ধ্রূবকে ধরে নিয়ে স্কুলের পাশে অন্ধকারে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ধ্রূব, পিয়াস, রিপন, অন্তর তারা একই বিদ্যালয়য়ের দশম শ্রেনীর ছাত্র। সিনিয়র-জুনিয়র দন্দে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তারই জের ধরে গতকাল (১৭ মে) নিহত ধ্রূবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে ঘাতক পিয়াস ও তার দল।


ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান, স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভিক্টোরিয়া পরে ঢাকা মেডিকেল নিয়ে যায়। ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চার জনকে আটক করেছে। আশা করি দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ