Header Ads Widget

Responsive Advertisement

রোনালদো বলেন লড়াইয়ে আছি এবং আমাদের স্বপ্নও বেঁচে আছে

 


উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে দূরের পোস্ট লক্ষ্য করে ক্রস করেন পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ। এগিয়ে গিয়ে লাফিয়ে ওঠেন ‘সিআর সেভেন’।

খালি চোখে প্রথমে দেখে মনে হয়েছিল, বল রোনালদোর মাথা ছুঁয়েই জালে জড়িয়েছে। পরে অবশ্য দেখা যায়, রোনালদোর মাথা না ছুঁয়েই বলটি জালে জড়িয়েছে। যে কারণে ফিফাও রোনালদোর পরিবর্তে গোলটি দেয় ফার্নান্দেজকে। তবে রোনালদো এগিয়ে না গেলে গোলটি নাও হতে পারত।

কারণ, রোনালদোর এগিয়ে দেওয়া মাথা গোলরক্ষককে অনেকটা ভড়কে দেয় যে কারণে বলটি আটকাতে পারেননি তিনি।
এই গোল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। রোনালদো নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানান। সেখানে অবশ্য গোল–বিতর্ক নিয়ে রোনালদো কোনো কথা বলেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘আমরা এখন বিশ্বকাপের শেষ ষোলোয়। দারুণ দলগত পারফরম্যান্স। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আমরা নিজেদের শক্তি ও মান দেখিয়েছি। আমরা লড়াইয়ে আছি এবং আমাদের স্বপ্নও বেঁচে আছে। এগিয়ে চলো পর্তুগাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ