Header Ads Widget

Responsive Advertisement

নরসিংদীর দাঙ্গাপ্রবন এলাকায় বাড়ীঘর ভাংচুর, চাঁদাবাজী অস্ত্রবাজী বন্ধে মানববন্ধন


নরসিংদী প্রতিনিধি, বশির আহম্মেদ মোল্লা :
নরসিংদী প্রবাসী কল্যান সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় নরসিংদীর রায়পুরায় দাঙ্গাপ্রবন এলাকায় দীর্ঘদিন যাবৎ বাড়ীঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, হামলা-মামলা, টেটাযুদ্ধ, চাঁদাবাজী,অস্ত্রবাজী সহবিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করে ও শান্তিপূর্ণ চরাঞ্চল গড়ে তুলতে চরাঞ্চল ছাত্র ও যুব কল্যাণ স্বেচ্ছাসেবী সকল সংগঠন ঐক্যবদ্ধভাবে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

শান্তি প্রতিষ্টার লক্ষ্যে চরাঞ্চলে তুন থানা বাস্তবায়ন করার দাবী করেন। আজ বিকালে দাঙ্গাপ্রবন এলাকায় নরসিংদীর চরাঞ্চলের কালিকাপুর-মধ্যনগর সংযোগ সড়কে 'শান্তির আহ্বানে সকলে প্রতিজ্ঞাবদ্ধ, টেঁট্রা বল্লম বন্ধ হোক, বিবেকবোধ জাগ্রত হোক' এ স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধন এলাকাবাসী। মানববন্ধনের মাধ্যমে সংগঠনটির কর্তৃপক্ষ ও স্থানীয়রা টেটা যুদ্ধ নির্মূলের জন্য জন প্রতিনিধি ও প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন। সংগঠনটি নেতৃবৃন্দরা জানান, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে সংর্ঘষের কারনে প্রায় ২শতাধিক তাজা প্রাণ ঝড়েগেছে। সংর্ঘষের ঘটনায় কোটি কোটি টাকা চাঁদাবাজী সহ বাড়ীঘর ভাংচুর ও লুটপাট এর ঘটনা ঘটে থাকে। ১৯৯৬ সন থেকে রাজনীতিক দলের কিছু নেতারা শান্তি প্রতিষ্টার নামে ফায়দা হাসিল করার জন্য তারা সভা করেন। পরে কিছু দিন সংর্ঘষ বন্ধ থাকলে তুচ্ছ ঘটনায় সংর্ঘষ লেগে যায়, বছরের পর বছর সংর্ঘষ লেগে থাকে। নিরহ মানুষগুলো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করা হয়। সংঘাত বন্ধ করতে প্রশাসন শান্তি সৃংখলা ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালালে একটি রাজনীতি মহলের নেতাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে দামাচাপা দিতে অন্য দিকে মোড় দেওয়ার পায়তারা করার অভিযোগ রয়েছে।

এলাকায় সংর্ঘষের ফলে এক গ্রুপের হামলায় অন্য গ্রুপ হেরে গেলে মাসের পর মাস বাড়ী ছাড়া হয়ে অন্যের বাড়ীতে থাকতে হয়। বাড়ী ছাড়া হলে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করেন ভুক্তভোগী পরিবারগুলো। অপরদিকে পরাজিত গ্রুপের পুরুষরা বাড়ী ছাড়া হলে অসংখ্য নারী দর্শনের ঘটনা ঘটে থাকে। নরসিংদীর রায়পুরা উপজেলার আওতাধীন পাড়াতলী, শ্রীনগর, বাঁশগাড়ী, মির্জাচর, চরমধূয়া, চাঁনপুর ইউনিয়নে অর্ধশত বছর ধরে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত দফায় দফায় টেট্রা যুদ্ধে সংঘর্ষের কারণে অসংখ্য মানুষের প্রাণহানি হয়, বাড়িঘওে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এসকল ন্যাক্কারজনক ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে জন্যে শান্তিপূর্ণ চরাঞ্চল সৃষ্টির জন্য মানববন্ধন করা হয়। টেটাযুদ্ধ, ভাংচুর,অগ্নিসংযোগ, লুটপাট,নারী নির্যাতন, মামলা-হামলা, অস্ত্রবাজী, চাঁদাবাজী সহ সকল সন্ত্রাসী কর্মকান্ডে ইন্দদাতাদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করে চরালঞ্চে শান্তি প্রতিষ্টার করার লক্ষ্যে চলাঞ্চলে নতুন থানা বাস্তবায়নের জন্য দাবী করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ