Header Ads Widget

Responsive Advertisement

নরসিংদীর বেলাবতে ২ সন্তানসহ স্ত্রীকে মর্মান্তিক ভাবে হত্যা করে নিজ ভাইয়ের উপর হত্যার দায় চাপালেন স্বামী


বেলাবতে ২ সন্তানসহ স্ত্রীকে হত্যা করে নিজ ভাইয়ের উপর হত্যার দায় চাপালেন স্বামী। হত্যার দায় স্বীকার করে হত্যার বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক লিখিত জবানবন্দি দিয়েছেন ঘাতক স্বামী গিয়াস উদ্দিন শেখ। জবানবন্দিতে তিনি জানান, তার পরিকল্পনা ছিল এ হত্যার দায় জেঠাতো ভাই রেনু মিয়ার ওপর চাপানো। বাড়ির রাস্তার জায়গা নিয়ে রেনু মিয়ার সঙ্গে বিরোধ রয়েছে তার।

জুয়া খেলার টাকা না থাকায় তিনি হতাশা থেকে এবং স্ত্রী রহিমা বেগমের নামে এনজিওসহ বিভিন্ন লোকের কাছ থেকে নেওয়া ঋণের টাকা আত্মসাৎ করতে হত্যার পরিকল্পনা করেন।
স্বীকারোক্তিমূলক লিখিত জবানবন্দি দেওয়ার পর রবিবার রাতে নিহত রহিমা বেগমের ভাই মো. মোশারফ হোসেন বাদী হয়ে বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে রবিবার সকালে উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের গিয়াস উদ্দিনের নিজ বাড়ি থেকে স্ত্রী রহিমা বেগম (৩৬), একমাত্র ছেলে রাব্বি শেখ (১২) ও একমাত্র মেয়ে রাকিবা শেখের (৭) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৃহকর্তা গিয়াস উদ্দিন শেখকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জিজ্ঞাসাবাদে গিয়াস উদ্দিন বলেন, গত ১৫ বছর আগে মূল বাড়ি ছেড়ে অদূরে ৫০ হাজার টাকায় ১৫ শতাংশ জমি কিনে দুটো মাটির ঘরে বসবাস শুরু করেন। কিন্তু ওই বাড়ি থেকে বের হওয়ার জন্য কোনো রাস্তা ছিল না। বাড়ি থেকে বের হতে ব্যবহার করতে হতো তারই আপন জেঠাতো ভাই রেনু মিয়ার জমি। আর তা নিয়ে প্রায়ই রেনু মিয়ার সঙ্গে ঝগড়া হতো। তিনি বেশিরভাগ সময় গাজীপুরেই অবস্থান করেন। আর দুই সন্তানকে নিয়ে রহিমা বেগম গ্রামের এ বাড়িতেই আলাদা আলাদা ঘরে থাকতেন। গিয়াস উদ্দিন পেশাগত কাজে ব্যবহারের কথা বলে স্ত্রীর নামে এনজিওসহ বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রায় ৮-১০ লাখ টাকা ঋণ নেন। এর জন্য প্রতি সপ্তাহে তাকে ৫ হাজার ৪০০ টাকা কিস্তি গুণতে হয়। সম্প্রতি তার হাতে টাকা পয়সা না থাকায় ও জুয়া খেলতে না পারায় হিসাব-নিকাশ কষে রেনু মিয়াকে ফাঁসাতে ও স্ত্রীর নামে নেওয়া ঋণের টাকা আত্মসাৎ করতে হত্যার পরিকল্পনা করেন গিয়াস উদ্দিন। এরই ধারাবাহিকতায় রাত ১০টার দিকে বাড়ির দক্ষিণ ঘরে রাব্বি ও রাকিবা এবং পশ্চিম ঘরে স্ত্রী রহিমাকে নিয়ে শুয়ে পড়েন। রাত আড়াইটার দিকে গিয়াস উদ্দিন ছেলের ক্রিকেট খেলার ব্যাট দিয়ে প্রথমে ঘুমন্ত রহিমার মাথার এক পাশে সজোরে আঘাত করেন। পরে চিৎকার দিলে মাথার অপর পাশে পুনরায় পরপর দুটো আঘাত করেন। তারপর খাট থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে ব্যাট দিয়ে গলায় চাপ দিয়ে ধরে চাকু দিয়ে বুকের মধ্যে কোপান। মৃত্যু নিশ্চিত হওয়ার পর গিয়াস চিন্তা করেন, ছেলে-মেয়েরা বাড়িতে অবস্থান করার বিষয়টি জানায় তাৎক্ষণিক তাদেরকে হত্যার সিদ্ধান্ত নেন। সঙ্গে সঙ্গে ব্যাট দিয়ে প্রথমে ছেলে ও মেয়েকে মাথায়, ঘাড়ে ও শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে হত্যা করেন। পরে বাইরে থেকে দরজা আটকে রক্তমাখা ব্যাট ও চাকু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। যাওয়ার সময় বাড়ির পাশে গঙ্গাজলী খালে চাকু ও পার্শ্ববর্তী দেবলার টেকের একটি ঝোপে ক্রিকেট ব্যাট লুকিয়ে রেখে হেঁটে স্থানীয় ভূইয়ার বাজারে চলে যান।

পরবর্তিতে সকালে বাড়ি থেকে স্ত্রী ও সন্তানদের লাশ উদ্ধারের ফোন পেয়ে বাড়িতে এসে কান্নাকাটির নাটক করেন। সেখানে পুলিশ ও গণমাধ্যমকর্মীদেরকে জমি নিয়ে বিরোধের জেরে রেনু মিয়া হত্যা করেছে বলে প্রচার করেন। পাশাপাশি নিজে গাজীপুরে ছিলেন বলেও জানান। পিবিআই পুলিশ তার কথা সন্দেজনক মনে করে মোবাইল ট্র্যাক করে নিশ্চিত হয়, হত্যাকাণ্ডের সময় তিনি বাড়িতেই ছিলেন। তখন আটক করে জিজ্ঞাসাবাদে তিনি প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেন। সোমবার সকাল ১০টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল হকের আদালতে হাজির করে জবানবন্দিও আবেদন করা হয়। বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত আদালতের বিচারকের খাস কামড়ায় হত্যার বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় লিখিত জবানবন্দি দেন গিয়াস উদ্দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ