Header Ads Widget

Responsive Advertisement

নাকুগাঁও বন্দর পণ্য না আসায় রাজস্ব হারাচ্ছে সরকার


শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর জেলার একমাত্র বন্দর হিসাবে প্রতিষ্ঠা লাভ করে ২০০৯ সালে । প্রতিষ্ঠার পর পর্যায়ক্রমে ভুট্টান, ভারত, নেপাল সহ ৭টি দেশের সাথে আমদানি রপ্তানি সুবিধার্থে ২৩টি পণ্য পাথর, কয়লা, শুটকি মাছ, কাপড়, মরিচ, আদা , হলুদ, গামেন্টস সুতা ইত্যাদি আমদানি করার জন্য বাংলাদেশ সরকার চুক্তিবন্দ হয় । প্রথম প্রথম ৪/৫টি পণ্য আসলেও বর্তমানে শুধু ভুটানী পাথর আসছে । বাকি পণ্য গুলো বন্ধ হয়েছে , যেখানে ৫৬৭ কোটি টাকা রাজস্ব আদায় হতো ।

সেখানে গত জুলাই মাস ২০২৩ সাল থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত ১০মাসে রাজস্ব আদায় হয়েছে মাত্র ৫৯ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা । রাজস্ব আদায় কর্মকর্তা সুজল কুমার দত্ত বলেন বন্দরটিতে নিধারিত পণ্য আমদানি রপ্তানি না হওয়ায় রাজস্ব আদায়ে শূণ্যতা দেখা দিয়েছে । নাকুগাঁও স্থলবন্দরে আমদানি রপ্তানি কারক সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বলেন শুটকি মাছ ও কাপড় আনা এ বন্দরে একান্ত জরুরি । স্থলবন্দরটিতে ১০৬জন আমদানি রপ্তানি কারক তালিকায় লিপিবদ্দ থাকলেও মাত্র ২/১জন আমদানি রপ্তানি করছেন । বন্দরের ১৫জন সরকারি স্টাফ সহ প্রায় ২হাজার শ্রমিক বেকারত্বের দিকে দাবিত হচ্ছেন ।

 

এনএএন টিভি / ইউসুফ আলী মন্ডল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ