Header Ads Widget

Responsive Advertisement

চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম নওশাদ আলী এলাকায় গণসংযোগ


রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম নওশাদ আলী এলাকায় নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন। আসছে১৫ জুন নয়ারহাট ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ নির্বাচনে মুজিব আদর্শের সৈনিক উন্নয়নের কারিগর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম নওশাদ আলী দলীয় মনোনয়ন বঞ্চিত হলেও সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন দ্বীপ চর আকারে গড়ে ওঠা নয়ারহাট ইউনিয়ন। যেখানে নেই কোন পাকা সড়কের অস্তিত্ব। উন্নয়ন বঞ্চিত নয়ারহাট ইউনিয়ন বাসীর কাঙ্ক্ষিত স্বপ্নের ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে প্রয়োজন একজন দক্ষ জনসেবক। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম নওশাদ আলী সাবেক চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব কালীন সময়ে যে উন্নয়নের ধারা গড়ে তুলেছিলেন তা পরবর্তীতে অব্যাহত থাকে নি। তিনি নয়ারহাট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা। তার সহযোগিতায় চারটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা লাভ করেছিল ।শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন ন্যায়বিচার গরিব মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন বলিষ্ঠ জনপ্রতিনিধি।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম নওশাদ আলী জানান আসন্ন নয়ারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ ভোটাররা আবারো তাদের ভোটের মাধ্যমে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে। নয়ারহাট ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলার প্রয়াস চালাবো । ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি নৌকা দিয়ে চিলমারী হতে নয়ারহাট সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা করব। সাধারণ মানুষ অসুস্থ হলে যাতে দ্রুত স্বাস্থ্য সেবা পেতে পারে এজন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। সবার সাথে আলোচনা করে জনতার প্রয়োজনমতো সকল ব্যবস্থা নেয়া হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ