Header Ads Widget

Responsive Advertisement

আন্তর্জাতিক সম্মাননা ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন নরসিংদীর রুপু আহমেদ


বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:


প্রশংসা ও সুনামের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশন। সারা দেশে যেমন রয়েছে নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশন এর সুনাম, এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক রুপু আহমেদ আন্তর্জাতিক সম্মাননা ও ওয়াল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন। 

গত ২২ মে ‘ওয়ার্ল্ড মার্শাল আর্ট স্পেশাল কাউন্সিল অব ইউনাইটেড স্টেট অব আমেরিকা’ কলকাতা শহরের রাজ্য ভবনের সামনে অবস্থিত কলকাতা রেঞ্জার্স ক্লাব বেনকুইড এ অনুষ্ঠান পরিচালিত আন্তর্জাতিক মার্শাল আর্ট অঙ্গনে বিশ্ব ক্রীড়া তারকা পদক এর কারাতে বিভাগে রুপু আহমেদ আন্তর্জাতিক সম্মাননা ও ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পান। 

নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক রুপু আহমেদ বলেন, আন্তর্জাতিক সম্মান সত্যিই  খুবই গর্বের। বাংলাদেশের লাল-সবুজের পতাকার দেশের নাগরিক হিসেবে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তি অনেক বেশি গর্বের ও আনন্দের। আমি মানুষকে ভালোবেসে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং যুব শক্তিকে সম্পৃক্ত করে আরো বেশি কাজ করতে চাই। শিশু-কিশোর-কিশোরীদের শারিরীক ও মানুষিক এবং সকল প্রকার নেশা থেকে মুক্ত রাখতে চাই। এ অ্যায়ার্ড শুধু আমার নয়, এ অ্যায়ার্ড পুরো বাংলাদেশের জনগনের। 

রুপু আহমেদ আরো বলেন, আমার নরসিংদী জেলার কাছে আমি চিরকৃতজ্ঞ। কারণ আমার ও আমার পিছনে নরসিংদী জেলা প্রসাশক মহোদয়, সাংবাদিক, শিল্পপতি, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সাধারণ সম্পাদক, রাজনৈতিকসহ সর্বস্তরের মানুষের প্রতি আমার ভালোবাসা থাকবে সারা জীবন। আমি কথা দিচ্ছি নরসিংদীর অভিবাবক আপনারা আমার পাশে থাকবেন আপনাদের সন্তান কখনো পথ হারাবেনা ইনশাআল্লাহ।

উল্লেখ্য, প্রশিক্ষক রুপু আহমেদ নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে কারাতে প্রশিক্ষণ দিয়ে আসছেন দীর্ঘ ১৮ বছর যাবৎ। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে হাজার ছেলে মেয়ে আলোর পথ পেয়েছেন। এখানকার অনেক খেলোয়াড় সেনাবাহিনী, পুলিশ  বিজিবিসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করছেন সুনামের সাথে। 

তিনি আরো বলেন, নরসিংদীর প্রতিটি ঘরের কমলমতি ছেলে-মেয়ের কাছে কারাতে শিক্ষা পৌঁছে দিতে চান তিনি। যাতে করে উন্নত বিশ্বের মতো নরসিংদীর ছেলে-মেয়েরাও একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে পৃথিবীর মানচিত্রে এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। পড়াশোনার পাশাপাশি আপনাদের বাচ্চাদের কারাতে শিক্ষা দিন। নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশনের শিক্ষার্থীরা সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, নেপাল, ভারতের অনেক ষ্টেডে লাল সবুজের পতাকা উত্তলন করেছে। 

এছাড়াও রুপু আহমেদ ২০১৪ সালে ভারতের দার্জিলিং আন্তর্জাতিক স্বর্ন পেয়ে বাংলাদেশের ১ম খেলোয়াড় হিসেবে লাল সবুজের পতাকা উত্তলন করেন। 

বর্তমানে গত দুই বছর কোভিট পরিস্থিতিতে ঘরে থেকে অনলাইনের মাধ্যমে নরসিংদীর স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অনলাইনের মাধ্যমে কারাতে প্রশিক্ষণ চলমান রেখেছিলেন। গত দুই বছরে অনলাইনের মাধ্যমে ইউরোপ এশিয়া সহ অনলাইন ই কাতায়-কুমিতে নরসিংদীর খেলোয়াড়দের পার্টিসিপ্যান্ট করে ১৫০ টি মেডেল অর্জন করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ