Header Ads Widget

Responsive Advertisement

নরসিংদী জেলা গার্ল গাইডর্স এসোসিয়েশন এর উদ্যোগে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হুলদে পাখি সম্প্রসারণ বিষয়ক কর্মশালা


বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলা গার্ল গাইডর্স এসোসিয়েশন এর উদ্যোগে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হুলদে পাখি সম্প্রসারণ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ সকালে নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রোমে উক্ত বিদ্যালয় প্রধান শিক্ষক শিউলী আক্তার এর সভাপতিত্বে ও নরসিংদী জেলা গার্ল গাইডর্স আলহাজ্ব তাহমিনা ফেরদৌছ  এর পরিচালনায় বাংলাদেশ গার্ল গাইডর্স এসোসিয়েশন এর সহয়োগিতায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হুলদে পাখি সম্প্রসারণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র বলেন,

দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গার্ল গাইডর্স কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাথমিক বিদ্যালয় হলদে পাখী ঝাঁক দল গঠন ও পরিচালনা করার জন্য ৬ হতে ১০ বয়সী  মেদের জন্য প্রথম প্রয়োজন একজন প্রশিক্ষণপ্রাপ্ত হলদে পাখী গাইডার বালিকাদের সার্বিক কল্যাণে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সুপরিকল্পিতভাবে হলদে পাখীর ঝাঁক গঠন ও সুষ্ঠুকভাবে ঝাঁক পরিচালনা ও সম্প্রসারণের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে নি¤œলিখিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।  

প্রাথমিক বিদ্যালয়ে প্রচলিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সম্পূরক শিক্ষা হিসেবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ও সম্মানের শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে একটি হলদে পাখী ঝাঁক গঠন করতে হবে।  নিয়মিত হলদে পাখী ঝাঁক কার্যক্রম অনুশীলন করতে হবে। 

যে সকল শিক্ষা আছে। সেই সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা হলদে পাখী ঝাঁক খোলা না হয়ে থাকলে জরুরী ভিত্তিতে পাখী ঝাঁক গঠন করতে হবে।  এবং যে সকল প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা নেই। সেই সকল প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষিকাকে ৫ দিন ব্যাপী হলদে পাখীর গাইডার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।  

প্রাথমিক বিদ্যালয়গুলোতে হলদে পাখী ঝাঁক খোলা লক্ষ্যে পূর্বের ন্যায় প্রাইমারী টিচার্স ট্রের্নিং ইন্সটিটিউট এ প্রত্যেক বিদ্যালয় হতে  একজন শিক্ষিকাকে ৫ দিন ব্যাপী হলদে পাখীর গাইডার প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করতে হবে।  বিপিএড  প্রশিক্ষণ কোর্সের মডিউলের মধ্যে এটি অন্তভূর্ক্ত করতে হবে।

প্রতিটি সরকারী প্রাথমিক বিদ্যায়ে কমপক্ষে একজন অথবা দুইজন শিক্ষিকাকে প্রশিক্ষণ দিয়ে মেয়েদের জন্য পৃথক পৃথক  হলদে পাখী ঝাঁক গঠন করতে হবে।  

শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত হলদে পাখী ঝাঁক কার্যক্রম ছাড়াও ঝাঁক অবকাশসহ শিক্ষামূলক হলদে পাখেিদর  জন্য নির্ধারিত অন্যান্য শিক্ষামূলক নৈপূণ্যসূচক ব্যাজ, যাত্রার ব্যাজ হলদে পাখেিদর  ৮ দফা চ্যালেঞ্জ শ্রেষ্ঠ হলদে পাখীর নীল কমল ব্যাজ ও অন্যান্য কার্যক্রমে অধিক সংখ্যক হলদে পাখীর অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগে গ্রহণ করতে হবে। 

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক/ শিক্ষকাগণ তাদের মাসিক বিবরণীতে হলদে পাখী ঝাঁকের সদস্য সংখ্যা, ঝাঁক খোলার তারিখ, কার্যক্রম এবং হলদে পাখীর ঝাঁক প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি উল্লেখ করবেন। 

প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ /পরিদর্শকবৃন্দ বিদ্যালয়, উপজেলা/থানা, জেলা, বিভাগ, পরিদর্শনকালে তাদের প্রতিবেদনে হলদে পাখীর ঝাঁক (দল) বিষয় অন্তর্ভূক্ত করে হলদে পাখীর ঝাঁক সংক্রান্ত তথ্য পরিবেশন করবেন। 

গার্ল গাইডস সদস্য/কমিশনার প্রশিক্ষকগন হলদে পাখীর ঝাঁক পরিদর্শন করবেন এবং প্রয়োজন বোধে বিজ্ঞপাখীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ