Header Ads Widget

Responsive Advertisement

গোবিন্দগঞ্জে নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান


গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জে নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এখানে দেশী-বিদেশী বিভিন্ন ব্যান্ডের সাবান, হ্যান্ড সেনিটাইজার, তেল, লোশন, স্পট ক্রিম, রং ফর্সাকারী ক্রিম সবই উৎপাদন ও প্যাকেটজাত হচ্ছে কারখানায়।

 
জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের শ্রীপতিপুর কর্মকার পাড়ায় একটি অবৈধ প্রসাধনী কারখানার। নকল প্রসাধনী তৈরির কারখানার মালিক আহসান হাবিব চঞ্চল।
 
 
অপরদিকে নকল প্রসাধনী তৈরির কারখানার বৈধ্য কাগজপত্র ও বিএসটিআইয়ের অনুমোদন নাই। কারখানাটি সিলগালা না করায় স্থানীয় ও সচেতনমহলের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে। ল্যাব-কেমিস্ট ও মান যাচাইয়ের ব্যবস্থা না থাকায় এমন পণ্য উৎপাদন ও ব্যবহারে মানবদেহে ক্যান্সারসহ নানা রোগের সৃষ্টি করছে বলে তাদের ধারণা। স্থানীয় ও সুশীল সমাজ দ্রুত কারাখানাটি সীলগালাসহ এর মালিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ