Header Ads Widget

Responsive Advertisement

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ করেছে বাইকাররা


গতকাল রবিবার পদ্মা সেতুতে দুর্ঘটনার প্রেক্ষিতে রাতে সেতুতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোটরসাইকেলের চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সেতু বিভাগ। সোমবার ভোর ৬টা থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়। এর প্রেক্ষিতে আজ দুপুরে জাজিরা প্রান্তে সড়ক অবরোধ করে বাইকাররা। এতে পদ্মা সেতুতে যান চলাচল সাময়িক সময়ের জন্য ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপে সড়ক ছেড়ে দেন বাইকাররা। সঙ্গে সঙ্গেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

আরও পড়ুন, দুই বছর পর ফের চালু হল কলকাতা-ঢাকা সরাসরি বাস সার্ভিস

উল্লেখ্য, পদ্মা সেতুতে গতকাল রবিবার ভোর থেকে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। আজ সোমবার সকাল পর্যন্ত টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) এ তথ্য জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ