Header Ads Widget

Responsive Advertisement

কীভাবে রক্ষা পাবেন নানা ধরনের চর্মরোগের হাত থেকে?


গরমে ও আর্দ্র আবহাওয়ায় ত্বকের অনেক রকম সমস্যা দেখা যায়। আপাত দৃষ্টিতে সাদা বা একটু বিবর্ণ দাগের মতো দেখায় সেগুলি। চর্মরোগ বিশেষজ্ঞেরা বলেন, মূলত তিন রকমের অসুস্থতাই দেখা যায় এক্ষেত্রে-- ভিটিলিগো, পিটিরিয়াসিস অ্যালবা এবং পলিমরফিক লাইট ইরাপশন বা পিএলই।

চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, এগুলিতে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সবগুলিরই প্রতিবিধান হয়। তার আগে একে-একে জেনে নেওয়া যাক কোনটি কী ধরনের রোগ।

আরও পড়ুন, ক্যান্সার সচেতনতা

পিটিরিয়াসিস অ্যালবা বিশেষ করে শিশুদের ত্বককে আক্রমণ করে। এই দাগগুলি অবশ্য নানা আকৃতির ও নানা রঙের হয়। গোলাকার, ডিম্বাকৃতি বা অন্য নানা আকারের এই দাগগুলি লাল গোলাপি সাদা রঙের হয়। এর ফলে শিশুদের একটা অস্বস্তি হয়, পাশাপাশি একটা জ্বলুনিও হয়। নির্দিষ্ট কিছু ওষুধপত্রের ব্যবহারে এটা কমানো যায়। চর্মরোগ বিশেষজ্ঞেরা কর্টিকোস্টেরয়েড ব্যবহারের পরামর্শ দেন।

ভিটিলিগো প্রাথমিক ভাবে 'কনজেনিটাল স্কিন লেইজনস' থেকে একটু আলাদা। এতে ত্বকে বড় বড় ছোপ দেখা যায়। এরও নির্দিষ্ট চিকিৎসা আছে।

চর্মরোগ বিশেষজ্ঞেরা বলছেন, মোটামুটি সব ধরনের চর্মরোগ থেকেই নির্দিষ্ট চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করা যায়। তবে প্রথমেই যেটা করতে হবে, তা হল, সূর্যের আলো থেকে ত্বককে নিরাপদ রাখতে হবে। এটা নিয়মিত করা গেলে ত্বকের সমস্যা দেখাই দেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ