Header Ads Widget

Responsive Advertisement

গাইবান্ধায় অবৈধভাবে ডেলিভারিতে এক প্রসূতির মৃত্যু


গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক ভাবে গড়ে তোলা ব্র্যাক ডেলিভারি সেন্টারে সিজারিয়ানের মাধ্যমে জমজ শিশু প্রসবের সময় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রসূতি  সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামের বক্তার হোসেনের মেয়ে মুন্নি খাতুন ৩০)। স্থানীয়রা অভিযোগ করেন বুধবার  সন্ধ্যায় মুন্নির সন্তান প্রসবের বেদনা উঠে। সন্তান প্রসবের জন্য সাঘাটা উপজেলায় কচুয়া ইউনিয়ন গাছাবাড়ী গ্রামে সাবেক মহিলা ইউ,পি সদস্যের পারিবারিক ভাবে তোলা ডেলিভারি ব্র্যাক সেন্টারে নিয়ে যায়।

এঘটনায় জমজ শিশু সন্তানের মধ্যে একজন অসুস্থ হলে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ডেলিভারি সেন্টার বন্ধ রেখে অভিযুক্ত আজমিন সুলতানা রিনা পলাতক রয়েছেন ।


গাছাবাড়ী গ্রামের মানিকগঞ্জ বাজারের ব্র্যাক সেবিকার পরিচয় দানকারী কচুয়া ইউপির সাবেক মহিলা সদস্য আজমিন সুলতানা রিনার সাথে যোগাযোগ করলে তিনি বলেন রোগীকে নিজের বাড়িতে অবস্থিত ডেলিভারি সেন্টারে প্রসবের চেষ্টা করেন। পরে নরমল ডেলিভারিতে প্রসবের চেষ্টায় ব্যার্থ হলে জরায়ুতে সিজারের মাধ্যমে জমজ শিশু দুটি ডেলিভারি করলেও প্রচুর রক্ত খননের কারনে মা মুন্নি আক্তার অসুস্থ হয়ে পরলে পরে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এঘটনায় জমজ শিশু একজন অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয় । স্থানীয় প্রবাভশালীরা হস্তক্ষেভের কারনে রোগীর পরিবার থেকে আইনগত ব্যবস্থা নিতে সাহস পচ্ছেনা ।
গাইবান্ধার সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন বলেন, এই ঘটনায় কেই অভিযোগ করেনি। আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, ঘটনাটি শুনেছি। এই বিষয়ে তদন্ত পুর্বব ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ