Header Ads Widget

Responsive Advertisement

তিন নারীকে ফাঁসিতে ঝুলালো ইরান


একদিনেই তিন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। নিজ স্বামীদের হত্যার কারণে বুধবার ওই তিন নারীর ফাঁসি দেওয়া হয়। এ নিয়ে এ সপ্তাহে ৩২ নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এরমধ্যে গত শনিবার একজনকে জনসমক্ষে ফাঁসি দেওয়ায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার তিন নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা জানায় আইএইচআর। ইরানে নারীদের ফাঁসি দেওয়ার ঘটনা বাড়ছে। এতে উদ্বেগ জানিয়েছেন আইএইচআর।
ইরান হিউম্যান রাইটস বলছে, গত ২৭ জুলাই ওই তিন নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার মধ্য দিয়ে চলতি বছরে এখন পর্যন্ত কমপক্ষে ১০ নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

তেহরানভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানায়, একদিনেই যে তিন নারীর ফাঁসি কার্যকর করা হয়েছে, তার মধ্যে এক নারী ছিলেন বাল্যবিয়ের শিকার। সোহেইলিয়া আবাদী নামে ওই নারীকে মাত্র ১৫ বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছিল। আর বুধবার ২৫ বছর বয়সে ফাঁসি দেওয়া হলো। বিয়ের পরপরই দাম্পত্য কলহের জের ধরে তার স্বামী খুন হলে আবাদীকে দোষী সাব্যস্ত করা হয়। গত ১০ বছর ধরেই কারাবন্দি ছিলেন আবাদী। ২০১৫ সালে এ ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হন।

অন্যদিকে, পাঁচ বছর আগে স্বামীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন ফারানাক বেহেস্তি নামের আরেক নারী। তাকে উর্মিয়া শহরের উত্তর–পশ্চিমাঞ্চলের একটি কারাগারে ফাঁসি দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ