Header Ads Widget

Responsive Advertisement

দেশে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ফোর


দেশের বাজারে এসেছে
স্যামসাংয়ের ভাঁজ ফোন গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ও জেড ফ্লিপ ফোর। গত বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে ডিভাইসটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে ডিভাইসটির প্রি-অর্ডার শুরুর ঘোষণা দিয়ে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, গ্যালাক্সি জেড ফোল্ড ফোরে রয়েছে ৭.৬ ইঞ্চি প্রধান এবং ৬.২ ইঞ্চি কভার (ডায়নামিক অ্যামোলেড টুএক্স) ডিসপ্লে; ৫০+১২+১০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ;সঙ্গে ৪ মেগাপিক্সেল ফ্রন্ট এবং ১০ মেগাপিক্সেল কভার ক্যামেরা। গ্যাজেটটিতে যুক্ত হয়েছে অক্টাকোর প্রসেসর (৩.১৮ গিগাহার্টজ পর্যন্ত), ১২ গিগাবাইট র‌্যাম, ২৫৬ গিগাবাইট রম এবং ৪৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফাইভজি সমর্থিত ডিভাইসটির ওজন ২৬৩ গ্রাম।

                                       


গ্যালাক্সি জেড ফ্লিপ ফোরে রয়েছে একটি ৬.৭ ইঞ্চি (ডায়নামিক অ্যামোলেড টুএক্স) মেইন এবং ১.৯ ইঞ্চি সুপার অ্যামোলেড কভার ডিসপ্লে। স্মার্টফোনটিতে ১২+১২ মেগাপিক্সেল রিয়ার এবং ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, রয়েছে ৮ গিগাবাইট র‌্যাম এবং ২৫৬ গিগাবাইট রম। ৩.১৮ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসর যুক্ত ডিভাইসটিতে আছে ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফাইভজি সমর্থিত ডিভাইসটির ওজন ১৮৭ গ্রাম।


গ্রে গ্রিন, বেইজ ও ফ্যান্টম ব্ল্যাক তিনটি রঙে গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ডিভাইসটি পাওয়া যাচ্ছে। দাম ২ লাখ ৬০ হাজার টাকা। তবে চাইলে ২৫ হাজার টাকায় প্রি-বুক করা যাচ্ছে। থাকছে ২০ হাজার টাকার ক্যাশব্যাক। প্রি-অর্ডারের সঙ্গে থাকছে অরিজিনাল কভার এবং 'এস' পেন (১০ হাজার টাকা সমমূল্যের), সঙ্গে এক লাখ টাকার গ্যালাক্সি অ্যাশুরড বাইব্যাক সুবিধা। পার্পল, গ্রে ও পিংক গোল্ড ভ্যারিয়েশনের গ্যালাক্সি জেড ফ্লিপ ফোরের দাম এক লাখ ৫৫ হাজার টাকা। প্রি-বুকিংয়ে ডিভাইসটিতে রয়েছে ছাড় ও উপহার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ