Header Ads Widget

Responsive Advertisement

ইরান সীমান্ত বন্ধ করল ইরাকের সঙ্গে


বাগদাদে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ইরাকের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে ইরান। বন্ধ করা হয়েছে ফ্লাইটও।

মঙ্গলবার ইরানের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানি নাগরিকদের ইরাকে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার ইরাকের প্রভাবশালী শিয়া নেতা আল-সদর রাজনীতি ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দেন। এই ঘোষণার পর তার অনুসারীরা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ৩০ জন নিহত হয়।

ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, ইরাকের সঙ্গে সীমান্ত বন্ধ করা হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানিদের ইরাক ভ্রমণ না করা প্রয়োজন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ