Header Ads Widget

Responsive Advertisement

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানজানার ‘আত্মহত্যা’: বাবা গ্রেফতার


বুধবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহের গফরগাঁও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার (২১) আত্মহত্যার ঘটনায় তার বাবা শাহীন আলমকে গ্রেফতার করেছে র‍্যাব।

সানজানা মৃত্যুর আগে একটি চিরকুট লিখে যান। সেখানে তিনি তার বাবাকে ‘পশু ও রেপিস্ট’ বলে উল্লেখ করেছেন। সানজানা ব্র্যাক ইউনিভার্সিটির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

এদিকে গত শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা মোসাদ্দেক। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে নিহতের বাবার বিরুদ্ধে মামলা করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়।

এ ঘটনার পর আসামি ঢাকা থেকে পালিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে আত্মগোপনে যান। র‍্যাব ঘটনার পর থেকেই গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় আজ বুধবার তাকে গ্রেফতার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ