Header Ads Widget

Responsive Advertisement

নকলায় আশ্রয় প্রকল্পের ৭৭টি ঘর নির্মাণ শতভাগ সমাপ্ত হয়েছে


নকলা উপজেলার ৯টি ইউনিয়নে আশ্রয় প্রকল্পের ৭৭টি ঘর জমি নাই ঘর নাই সেইসব পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধান মন্ত্রীর আশ্রয় প্রকল্প ২ এর অধিন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের আওতায় ঘর গুলো বিতরণ করা হয়। শেরপুর জেলার জেলা প্রশাসক সাহেলা আক্তার ঘর গুলো পরিদর্শন করেন।

নকলার পি আই ও মো: তারিকুল ইসলাম বলেন সরকারি নিতিমালা অনুযায়ী ঘর গুলো নির্মাণ করা হয়।

সরকারী কর্মকর্তাদের মাধ্যমে যাচাই বাচাই এই ঘর গুলো জমি নাই ঘর নাই এমন পরিবারের সদস্য দের মাঝে বিতরণ করা হয়। ঘর গুলো পরিদর্শন করে জেলা প্রশাসক অত্র দপ্তরের প্রতি সন্তিষ্টি প্রকাশ করেন। পি আই ও মো: তারিকুল ইসলাম বলেন সরকারী লোকজন এবং আমি ঘর গুলো নির্মাণ কাজ পরিদর্শন করি। কোন কাজের অনিয়ম হলে বা নিম্ম মানের উপকরণ হলে তা বাতিল করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ