Header Ads Widget

Responsive Advertisement

প্রতি বছরের ন্যায় টাঙ্গাইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

 


প্রতি বছরের ন্যায় এবারও টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা বাজারের পশ্চিম পাশে বয়ে যাওয়া এলংজানী নদীতে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বরুহা তরুণ তেজ ক্লাবের তত্ত্বাবধানে এবং এলাকাবাসীর উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে সকাল থেকেই দর্শণার্থীদের ঢল নামে এলংজানী নদীর তীরে, দূর-দূরান্ত থেকে শুরু করে আশপাশের এলাকা থেকে সব বয়সী হাজার হাজার মানুষ নৌকা বাইচ দেখতে আসেন নদী পারে। বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত নৌকা নিয়ে নানা রঙের পোশাকে সেজে অংশ নেয় প্রতিযোগীরা। বাদ্যযন্ত্রের তালে তালে এবং বৈঠার ছপ ছপ শব্দ মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছিল এই নৌকা বাইচ। ছোট-বড় অনেক নৌকা ভাড়া করে বন্ধু বান্ধব ও স্বজনদের নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নেন দর্শণার্থীরা। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের প্রথম পুরস্কার ফ্রিজ, ২য় পুরস্কার একটি এলইডি টিভি ও নগদ অর্থ প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ