Header Ads Widget

Responsive Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজা বোঝাই গাড়ীসহ মাদক ব্যবসায়ী আটক


গাইবান্ধার গোবিন্দগঞ্জ
উপজেলায় জেলা ট্রাফিক পুলিশ ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযান ও সহযোগীতায় ৩০ সেপ্টেম্বর শুক্রবার ১০৩ কেজি গাঁজা বোঝাই করোলা প্রোবক্স গাড়ীসহ মোশাররফ হোসেন (২৭) নামে এক মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ।

          

থানা সূত্রে জানা যায়, পুলিশ কর্তৃক সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন চেকিং কালে উক্ত গাড়ী সিগনাল দিলে ওভারটেক করে দ্রুত চলে যায়। এরপর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ গাড়ীটি থামাতে বললেন। গোবিন্দগঞ্জ উপজেলার চার মাথায় জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট অপূর্ব কুমার মহন্ত ও এটিএসআই আরিফ দায়িত্ব পালনকালে এ করোলা প্রোবস্ক গাড়ীটি থামায়। এর পর ড্রাইভারের কাছে গাড়ীর যাবতীয় কাগজ চাইলে চালক গাড়ি রেখে দ্রুত পালিয়ে যায়। এসময় দায়িত্বরত কর্মকর্তার সন্দেহ হলে সঙ্গীয় ফোর্সসহ ধাওয়া করে আটকিয়ে করোলা প্রোবস্ক গাড়ীর পিছনের ছিটের নিচ থেকে প্রায় আড়াই মন গাজা উদ্ধার করে। মোশাররফ হোসেন (২৭) গাড়িসহ আটক করে। আটককৃত ব্যক্তি মোশারফ হোসেন (২৭) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালাতাড়ী গ্রামের বাসিন্দা।

         

এবিষয়ে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান,থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান ও সহযোগীতায় ১০৩ কেজি গাঁজাসহ এক মাদকারবারি আটক ও মাদক বহনকৃত প্রোবক্স গাড়ীটি জব্দ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ