Header Ads Widget

Responsive Advertisement

২০৬ রানের টারগেটের ৬ ওভারে ৪ উইকেট বাংলাদেশের

 


সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২০৫ রান। ২০৬ রানের লক্ষ্যে নেমে ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৭ রান বাংলাদেশের।

পাওয়ার প্লেতেই চার উইকেট হারিয়ে বিপর্যস্ত বাংলাদেশ। ষষ্ঠ ওভারে আফিফ হোসেন মাত্র ১ রান করে ওয়েন পার্নেলকে ক্যাচ দেন। কাগিসো রাবাদা খোলেন উইকেটের খাতা। ৪৭ রানে নেই বাংলাদেশের চার উইকেট।

প্রথম ওভারে সৌম্য সরকার শেষ দুই বলে কাগিসো রাবাদাকে ছক্কা মেরে রানের গতি বাড়ান। ওই ওভারের দ্বিতীয় বলে নাজমুল হোসেন শান্ত চার মারেন। তবে দলীয় ২৬ ও ২৭ রানে ফিরে যান সৌম্য ও শান্ত।
২৬ রানে এই জুটি ভাঙে আনরিখ নর্কিয়ের প্রথম বলে। তৃতীয় ওভারে সৌম্য ১৫ রানে পেছনে কুইন্টন ডি ককের ক্যাচ হন। আর এক রান যোগ হওয়ার পর একই ওভারে শান্ত ৯ রানে বোল্ড হন।

দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে আবারও সাফল্য পান আনরিখ নর্কিয়ে। প্রথম ওভারে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তকে আউট করার পর ইনিংসের পঞ্চম ওভারে সাকিব আল হাসানকে ফেরান এই দক্ষিণ আফ্রিকান পেসার। ৪ বল খেলে মাত্র ১ রান করে লেগ বিফর উইকেটে প্যাভিলিয়নে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। ৩৯ রানে নেই ৩ উইকেট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ