Header Ads Widget

Responsive Advertisement

কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সবাই মারা গেছেন

 


গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় সিএনজি স্টেশনে কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. আনোয়ার হোসেন (৩০) মারা গেছেন। এই নিয়ে ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনই মারা গেছেন।

রোববার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, আনোয়ার হোসেনের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। পাশাপাশি শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। এর আগে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। দগ্ধ পাঁচজনের সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

এর আগে, শুক্রবার (১৪ অক্টোবর) দগ্ধ আতিকুল ইসলাম মিঠু (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর সোমবার (১৭ অক্টোবর) সকালে মো. পারভেজ (৩১) ও মঙ্গলবার (১৮ অক্টোবর) মো. আল আমিন (৩০) এবং সবশেষ রোববার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকার হাজি ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক এবং সহকারীসহ পাঁচজন গুরুতর অগ্নিদগ্ধ হলে তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে একটি কাভার্ড ভ্যান শতাধিক সিলিন্ডার নিয়ে বড়বাড়ি কুনিয়া এলাকার হাজি ওয়াহেদ আলী সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসে। গ্যাস নেওয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায় এবং সে আগুন সিএনজি স্টেশনে ছড়িয়ে পড়ে। এ সময় কাভার্ডভ্যান ও পাশে থাকা পাঁচজন অগ্নিদগ্ধ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ