Header Ads Widget

Responsive Advertisement

মারা গেছেন অভিনেত্রী সোনালি চক্রবর্তী


লিভারের জটিল সমস্যায় আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী।

সোমবার ভারতের স্থানীয় সময় ভোর ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৫৯ বছর। সোনালি চক্রবর্তী অভিনেতা শঙ্কর চক্রবর্তীর স্ত্রী।

শঙ্কর চক্রর্তী ভারতীয় গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন সোনালি। অবস্থা গুরুতর হলে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। টানা দুদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর আজ শেষ নিঃশ্বাস ত্যগ করেন সোনালি চক্রবর্তী।

                                সোনালি

সকাল ১০টার দিকে সোনালি চক্রবর্তীর মরদেহ তার বাসভবনে নিয়ে আসা হয়েছে। পরিবারিক সূত্রে জানা গেছে, অভিনেত্রীর শেষকৃত্য হবে কেওড়াতলা মহাশ্মশানে।

এর আগেও সোনালি চক্রবর্তী হাসপাতালে ভর্তি ছিলেন একই সমস্যা নিয়ে। তারপর তাকে ছেড়েও দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর তিনি আবার শুটিংও শুরু করেছিলেন। কিন্তু পুনরায় অসুস্থ হয়ে পড়ায় ২৮ অক্টোবর হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাকে। ক্রমশই সোনালির শারীরিক অবস্থার অবনতি হয়।

সম্প্রতি ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি ওরফে শোলাঙ্কির জেঠিমার চরিত্রে দেখা যাচ্ছিল সোনালিকে। তার মৃত্যুতে ভাতীয় টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে দাদার কীর্তি, সংসার সংগ্রাম ইত্যাদি। চলচ্চিত্র ছাড়াও জননী, গাঁটছড়াসহ অনেক জনপ্রিয় টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ