Header Ads Widget

Responsive Advertisement

আইন প্রয়োগে পুলিশের দায়িত্ব অনেক বেশি প্রশংসায় ভাসছে পলাশবাড়ী থানা


 বাংলাদেশ পুলিশ হচ্ছে একটি সরকারি বাহিনী। যার মূল কাজ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। সকলের জন্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে আইনের বাস্তবায়ন নিশ্চিত করা।

ভদ্র, আনগত্যকারী, অনুগত, বুদ্ধিমান, সাহসী এবং দক্ষ (Polite, Obedient, Loyal, Intelligent, Courageous, Energetic) একজন মানুষের মধ্যে এ ধরনের অসাধারণ গুণাবলীর সমন্বয় ঘটে থাকে তখন তিনি পুলিশ সদস্য হওয়ার গৌরব অর্জন করেন।

মহান স্বাধীনতা ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ থেকে জনবান্ধব পুলিশে রুপ পেয়েছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ মাসুদ রানার নেতৃত্বে ও ওসি তদন্ত দিবাকর অধিকারীর সার্বিক তদন্তে কার্যক্রম চলছে নিরলসভাবে। পলাশবাড়ী থানা পুলিশের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালন কার্যক্রম চলমান রাখায় জনবান্ধব পুলিশে রুপ পেয়েছে।

পুলিশ জনতা জনতাই পুলিশ, যে তথ্যে আইন সকলের জন্যই সমান এই প্রতিশ্রুতিতে চলছে পুলিশী কার্যক্রম ৷ বিশেষত থানায় জিডি করতে কোন টাকা লাগে না। থানায় সার্বক্ষণিক ডিউটি অফিসার হিসাবে একজন এসআই ও নারী শিশু ডেক্সে একজন নারী এএসআই রাত দিন ২৪ ঘন্টা থানায় আইনি সহায়তা দিয়ে ব্যাপকভাবে সুনাম কুড়িয়েছেন। বর্তমানে থানায় গিয়ে বিনা পয়সায় অসহায় মানুষ সহসায় আইনী সহায়তা পেয়ে থাকেন বলে জানান সহায়তা পাওয়া পলাশবাড়ী উপজেলার একাধিক সুবিধাভোগী সর্বসাধারণ মানুষ।

কমিউনিটি পুলিশিং কার্যক্রম সচল রেখে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড কমিটির সাথে সম্পর্কের মাধ্যমে সমন্বয় করে চলছেন। এছাড়াও মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ব্যবস্থা জোরদারকরণ করেছেন। অহেতুক হয়রানী বন্ধে সুষ্ঠু তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে আইনী পদক্ষেপ গ্রহন করা হয়। সুপারিশ বা তৎবির নয় তদন্ত সাপেক্ষে নেওয়া হয় আইনী ব্যবস্থা।

প্রতিনিয়ত সড়ক মহাসড়কে চেকিং কার্যক্রমের মাধ্যমে মাদক উদ্ধারে এসেছে ব্যাপক সফলতা । থানার সকল স্টাফদের উৎসাহিত করতে বিশেষ দিনগুলোতে বড় খানার আয়োজন সহ রেখেছেন বিশেষ পুরষ্কারের ব্যবস্থা। থানার সকল স্টাফদের কাছে ওসি মাসুদ রানা যেমন একজন সফল অভিভাবক হিসাবে স্বীকৃত তেমনি সাধারণ মানুষের নিকট ব্যাপক জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসাবে জনপ্রিয়। ইতিমধ্যেই থানা চত্বরে গোলঘর, ফুলের বাগান রোপনসহ এনেছেন থানার চিত্রের ব্যাপক পরিবর্তন ৷ থানা এলাকাকে করেছেন ফুলের সমারোহ ও নান্দনিক।

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় বর্তমান থানা পুলিশ জনবান্ধব পুলিশ হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ । তিনি আরো জানান ভাল কাজের স্বীকৃতি না পেলে কাজের প্রতি মানুষের আগ্রহ হারিয়ে যায়। তাই চেষ্টা করি অধিকাংশ কাজে সকলকে উৎসাহিত করতে এবং সকলের সহযোগীতা নিয়ে এগিয়ে যাচ্ছে পলাশবাড়ী থানা পুলিশ।

উল্লেখ্য, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা পলাশবাড়ী থানা পুলিশের ওসি হিসাবে দায়িত্ব নেওয়ার আগে সাদুল্লাপুর থানায় ওসি হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করে জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসাবে ব্যাপক সুনাম অর্জন ও জনপ্রিয়তা পাওয়া আজও সাদুল্লাপুর উপজেলার সর্বস্তরের মানুষের মনে গেথে আছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ