Header Ads Widget

Responsive Advertisement

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর অনুরোধ এফসিসিআইর

 


আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

আজ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়ে এই অনুরোধ জানিয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।

চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর দীর্ঘ মেয়াদী নেতিবাচক প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি এবং বর্তমানে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সেবাখাত বিরাট চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আর্থিক খাতে বিরাজমান পরিস্থিতির কারণে সময়মত রিটার্ন দাখিল করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। তাই এক মাস সময় বাড়ানো প্রয়োজন মনে করছে এফসিসিআই। সর্বোচ্চ সংখ্যক করদাতার আয়কর রিটার্ন দাখিলের স্বার্থে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ করে সংগঠনটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ