Header Ads Widget

Responsive Advertisement

শহীদ মুক্তিযোদ্ধার সন্তানকে হয়রানির অভিযোগ


শেরপুর প্রতিনিধি, ইউসুফ আলী মন্ডল :
শেরপুর জেলার নকলা উপজেলার টালকী ইউনিয়নের পূর্ব টালকী গ্রামে ঘটনাটি ঘটেছে । জানাগেছে,ঐ গ্রামের শহিদ বীর মুক্তিযোদ্ধা ছোরহাব আলীর পুত্র মো: সাইফুল মালেক বুলবুলের বসতবাড়ির আশেপাশে প্রায় ২০টি রোপন করা আমের চারা ও কয়েকটি মাল্টা গাছ কেটে ফেলে । সাইফুল মালেক বুলবুল বলেন কিছু দিন আগে আমার প্রতিবেশী ফজলুল হক , মোজ্জামেল হক,মঞ্জুরুল হক উভয় পিতা সৈয়দ হোসেন সহ অন্যান্য আসামী সহ ১৮ জনের নামে ফোর্জ দারী কার্যবিধি ১০৭/১১৭(সি) ধারা মোতাবেক মাননীয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত খ অঞ্চল শেরপুর বরাবরে পিটিসন ২৭৩/২০২২ মামলা করি। তারাআমাকে পূর্বে হুমকি দিয়েছিলো যে, আমার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিবে,জমি দখল করবে,জেল হাজত খাটাইবে , আমাকে সুযোগ পেলে প্রাণে মেরে ফেলবে । তারা হাকিমের আদালতে ১০ হাজার টাকার অঙ্গীকারনামায় মুসলেখা দিয়ে জামিনে বের হয়ে আসে । পরবর্তীতে আমার বাড়ির আঙ্গীনায় রোপন করা ২০টি আমের চারা কয়েকটি মাল্টার চারা কেটে ফেলে । বর্তমানে আমাকে আরো হুমকি দিচ্ছে যে,আমাকে প্রাণে মেরে ফেলবে এবং প্রভাবশালী মহল নিয়ে আমার জায়গা সম্পদ দখল করে নিবে। বিষয়টি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাইফুল মালেক বুলবুল মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ