Header Ads Widget

Responsive Advertisement

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ভারতে শ্বাসরোধে হত্যা


 চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরনবী ম্যাক্সনকে ভারতে

শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে ভারতের পশ্চিমবঙ্গের
বর্ধমান জেলার কালিগঞ্জে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ম্যাক্সনের ছোট ভাই আবছার উদ্দিন বলেন, গতকাল রাতে কলকাতার বর্ধমান জেলার
কালিগঞ্জে আমার ভাই ম্যাক্সনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অনামিকা নামের এক নারী ঘুমের ওষুধ খাইয়ে
আমার ভাইকে শ্বাসরোধে হত্যা করেছে।
এই নারী আমার ভাইকে ভারতের গ্রিন কার্ড, আধার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে প্রথম দিকে ৪ লাখ টাকা
দাবি করেছিলেন। আমি প্রথমে চার লাখ টাকা পাঠিয়েছিলাম। গতকাল বিকেলে ওই নারী আবার ১৮ লাখ টাকা
দাবি করেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম- আপনি তো প্রথমে ৪ লাখ টাকা চেয়েছিলেন। জবাবে তিনি বলেন,
আপনার ভাই সন্ত্রাসী তাই টাকা বেশি লাগবে। আমি এতো টাকা দিতে না পারায় গতকাল রাতে আমার ভাইকে
হত্যা করা হয়।
তিনি আরও বলেন, কালিগঞ্জ পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা কলকাতায় যাব। সেখানে
একটি হত্যা মামলা দায়ের হবে বলে পুলিশ আমাদের জানিয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, তার পরিবার আমাদের মৃত্যুর বিষয়টি
জানিয়েছে। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি জানাব। এরপর কর্তৃপক্ষ যোগাযোগ করলে সঠিক তথ্য পাওয়া যাবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ