Header Ads Widget

Responsive Advertisement

প্রথম দিনে বই পাচ্ছে না চট্টগ্রামের অর্ধেক শিশু


 সারাদেশে বছরের প্রথম দিন ঘটা করেই উদযাপন করা হয় বই উৎসব। সারাদেশে শিশুরা নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে উৎসবে মেতে উঠলেও তা থেকে বঞ্চিত হচ্ছে চট্টগ্রামের অর্ধেক শিশু।

শুক্রবার পর্যন্ত চট্টগ্রামে বই এসেছে চাহিদার মাত্র ৫০ শতাংশ। অনেক স্কুলে বই দিলেও সব বই দেওয়া হয়নি। কোনো কোনো স্কুলে প্রথম ও দ্বিতীয় শ্রেণী আবার কোনো স্কুলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই দিলেও কয়েকটি সাবজেক্টের বই দিয়ে জোড়াতালিতে পালন করা হবে উৎসব। তবে পহেলা জানুয়ারি সবাই বই পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম জানান, এ বছর ১ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৯শ ৩টি বইয়ের চাহিদা রয়েছে। শুক্রবার পর্যন্ত আমাদের বই এসেছে চাহিদার ৫০ শতাংশের উপরে। তবে সব বিদ্যালয়ে বই পৌঁছে যাচ্ছে। সব শিক্ষার্থীই বই উৎসবে সামিল হবে।

আনোয়ারার পীরখাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসাইন বলেন, আমাদের বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী সব বই আমরা পাইনি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কোনো বই এখনো দেয়নি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর দুই সাবজেক্ট করে বই দিয়েছে।

 

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রামে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৪৩ হাজার ৪৮১ জন। এসব শিক্ষার্থীর জন্য বই প্রয়োজন ১ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৯০৩টি।

এ পর্যন্ত বই এসে পৌঁছেছে ৫০-৭০ লাখ। চট্টগ্রামে ২ হাজার ২৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর বাইরে ১৮শ কিন্ডারগার্ডেনে যাবে সরকারি বই।

সব মিলিয়ে এ বছর ৪৫ লাখ ২২ হাজার  ১০৯টি বইয়ের চাহিদা রয়েছে। ইতোমধ্যে চাহিদার ৫০শতাংশ বই এসে পৌঁছানোর কথা বললেও সংখ্যাটা কত তা বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

সময় মতো বই পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন ও পুরাতন শিক্ষার্থী রয়েছে তারা বছরের প্রথম দিনই বইয়ের ঘ্রাণ নেওয়ার জন্য মুখিয়ে থাকে।

বই উৎসসে সামিল হওয়ার জন্য শিক্ষার্থীরা নানা প্রস্তুতি নেয়। যদি ঠিক সময়ে বই না পায় তাহলে তাদের কোমলতি মন হতাশ হবে এবং শিক্ষারও ব্যাঘাত ঘটবে।

তবে নগরীর কোতোয়ালী থানার সহকারী শিক্ষা অফিসার লিপি রাণী ঘোষ বলেন, আমরা ইতিমধ্যে আমাদের চাহিদার প্রায় ৮০ শতাংশ বই পেয়েছি এবং স্কুল পর্যায়েও বই পাঠানো হচ্ছে। আশা করছি বইয়ের সংকট হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ