Header Ads Widget

Responsive Advertisement

দাপুটে সংগঠনটি কাজী হায়াৎ, শাহীন সুমন এর নেতৃত্বেই চলবে

 


বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে কাজী হায়াৎ সভাপতি ও শাহীন সুমন মহাসচিব নির্বাচিত হয়েছেন। তাদের নেতৃত্বেই আগামী দুই বছর পরিচালিত হবে চলচ্চিত্রের এ দাপুটে সংগঠনটি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে এ তথ্য জানা গেছে। জানা যায়, কাজী হায়াৎ ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৩৮ ভোট। অন্যদিকে শাহীন সুমন পেয়েছেন ১৬০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন রাজু পেয়েছেন ১২০ ভোট।

শুক্রবার দিনভর ভোটযুদ্ধ শেষে মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু ফলাফল ঘোষণা করে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এর আগে, সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, শেষ হয় বিকেল ৫টায়। এবার মোট ভোটার ছিলেন ৩৬৮ জন। তার মধ্যে ভোট দিয়েছেন ৩০২ জন। ৯টি ভোট বাতিল হয়েছে। এবার ১৯টি পদের বিপরীতে মোট ৩৯ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন- আবদুল লতিফ বাচ্চু। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন- পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ