Header Ads Widget

Responsive Advertisement

আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে এ ভূষিত করেন সাউথ পয়েন্টের শিক্ষার্থীদের


 সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের (এসপিএসসি) রিজভী হাসান খান ও সালিল আয়মান আরাফ যথাক্রমে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অসাধারণ পারফরম্যান্সের জন্য কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন, ইউকে কর্তৃক আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। রিজভী হাসান অ্যাকাউন্টিংয়ে দেশের সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন।

অন্যদিকে সলিল আয়মান ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এক্সামিনেশনস, যুক্তরাজ্যের অধীনে ‘এ’ লেভেল এবং ‘ও’ লেভেল পরীক্ষায় গণিতে (সিলেবাস ডি) দেশের সর্বোচ্চ নম্বর পেয়েছেন। জানা গেছে, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় প্রতি বছরই ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় ব্যতিক্রমী ফলাফল অর্জন করে আসছে। ২০১২ ও ২০১৭ সালেও দুই শিক্ষার্থী বাংলায় দেশের সর্বোচ্চ নম্বর অর্জন করে এবং এর অধিকাংশ ও এবং এ লেভেল শিক্ষার্থী প্রায়ই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অর্জনের যোগ্যতা অর্জন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ