Header Ads Widget

Responsive Advertisement

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে প্রচারিত বিজ্ঞপ্তি ভুয়া


 ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে দাবি করেছেন শিক্ষা মন্ত্রণালয়। এই বিজ্ঞপ্তির আলোকে কোনো ধরনের কার্যক্রম না নিতেও অনুরোধ জানানো হয়। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন বিষয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত ১৩ ফেব্রুয়ারি একটি ভুয়া পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ বিভাগ থেকে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি। প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পত্রের আলোকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানানো হয়।


যে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও, ব্যক্তি এমপিও, পদোন্নতি, বিষয় ও বিভাগ খোলা এবং নাম পরিবর্তনসহ সকল নির্দেশনা এই বিভাগের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ভুয়া পত্রে জানানো হয়েছিল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছয় মাসের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। প্রধান শিক্ষক নিয়োগের আগ পর্যন্ত ছয় মাস পরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্বাচন করতে হবে। একজন শিক্ষক এক বছরের মধ্যে পুনরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না। জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্বাচন করতে হবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ