Header Ads Widget

Responsive Advertisement

পূজা দিতে গিয়ে কুয়ায় পড়ে নিহত বেড়ে ৩৫


 ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের একটি মন্দিরে পূজা দিতে কুয়া ভেঙে পুণ্যার্থীদের পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

ইন্দোরের জেলা ম্যাজিস্ট্রেট ইলিয়ারাজা টি বলেছেন, ‘এই ঘটনায় মোট ৩৫ জন মারা গেছেন। ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।

এখনো একজন নিখোঁজ রয়েছেন। দুইজন চিকিৎসার পরে নিরাপদে বাড়ি ফিরেছেন। বাকিদের চিকিৎসা চলছে।’

রাম নবমীর দিনে সকালবেলা মধ্যপ্রদেশের ইন্দোরের প্যাটেলনগরের বালেশ্বর মন্দিরে ছিল ভক্তদের আনাগোনা। ভিড় হয়েছিল প্রচুর।

সেই মন্দির প্রাঙ্গণে ছিল একটি পরিত্যক্ত কুয়া। যদিও সেই কুয়ার মুখ কংক্রিটের স্ল্যাব দিয়ে আটকানো ছিল।

তবে মন্দিরে এত ভিড় হওয়ায় সেই চাপে স্ল্যাব ভেঙে ভেতরে পড়ে যান পুণ্যার্থীরা।


প্রথমে মন্দিরে থাকা ভক্তরাই উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ভানাড়ওয়ারকুয়ান পুলিশ ও উদ্ধারকারীদল তড়িঘড়ি ঘটনাস্থলে যায়।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

সূত্র : আনন্দবাজার


আরও পড়ুন:

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ