Header Ads Widget

Responsive Advertisement

শামসের মুক্তি দাবিতে মহাসড়কে জাবি শিক্ষার্থীরা


 ঢাকার সাভারে সাংবাদিক শামসের মুক্তি, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সড়ক অবরোধ করেন অর্ধশতাধিক শিক্ষার্থী।

এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা।

পরে তারা সড়কে এসে বসে পড়েন। এসময় বিক্ষোভ আন্দোলনে সাংবাদিক শামসের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে চলে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

সাধারণ শিক্ষার্থীরা জানান, সাংবাদিক শামসুজ্জামান প্রথম আলোর সাবেক শিক্ষার্থী। গত ২৬ মার্চ বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এমনকি তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বিকেলে জাবি শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। অল্প সময় পরেই তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন:

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ