Header Ads Widget

Responsive Advertisement

ধানবোঝাই ট্রাক্টরের চাপায় অটোচালকের যাত্রী নিহত


নওগাঁ জেলার মান্দায় ধানবোঝাই ট্রাক্টরের চাপায় যাত্রীবাহী অটোচার্জারের (টমটম) এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই যাত্রী।

বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার জোতবাজার-ফতেপুর সড়কের গোয়ালমান্দা সুইসগেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই যাত্রীর নাম সানোয়ারা বেগম (৬৫)। আহতরা হলেন—নিহতের স্বামী মনসুর রহমান (৭০) ও মেয়ে ফুলেরা বেগম (৩৫)।

তারা সবাই জেলার আত্রাই উপজেলার হাট কালুপাড়া গ্রামের বাসিন্দা

স্থানীয় সূত্রে জানা যায়,

‘দুপুরে সুইসগেট মোড়ে একটি ধানবোঝাই ট্রাক্টর যাত্রীবাহী অটোচার্জাকে (টমটম) চাপা দেয়।

এ সময় ট্রাক্টরের চাপায় অটোচার্জারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়। আহত হয় তার স্বামী ও মেয়ে।

পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে মেয়ে ফুলেরা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ওই ট্রাক্টরকে ধাওয়া দিয়ে হাইস্কুল মোড় এলাকায় ট্রাক্টর রেখে চালক ও সহযোগী পালিয়ে যায়।

নিহত নারীর স্বামী মনসুর রহমান বলেন,

‘দুপুরে দিকে প্রসাদপুর বাজারে ডাক্তার দেখিয়ে একটি অটোচার্জারে (টমটম) করে স্ত্রী, মেয়ে ও নাতনিকে নিয়ে বাড়ি ফিরছিলাম।

এ সময় বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক্টর আমাদের অটোচার্জারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমার স্ত্রী সানোয়ারা বেগম মারা যান ‘

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন,

‘দুর্ঘটনায় নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন :

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ