Header Ads Widget

Responsive Advertisement

জাদুকরী গুণ বৃষ্টির পানির


 গরমের এই সময় স্বস্তির আরেক নাম বৃষ্টি। এই স্বস্তির বৃষ্টিতে ভিজতে যেমন দারুণ অনুভূতি হয়, তেমনি খেতেও দারুণ সুস্বাদু। বৃষ্টির পানি খেলে শরীরে কিছু জাদুকরী পরিবর্তনও হয়।

আয়ুর্বেদ শাস্ত্রে বৃষ্টির পানি নিয়ে যেসব তথ্য দেয়া হয়েছে, তা শুনলে অবাক না হয়ে পারবেন না।

এই পানিতেই লুকিয়ে আছে সব অসুখের ওষুধ। এ ছাড়া সুস্থ থাকার টনিক হিসেবে বৃষ্টির পানি দারুণ উপকারী।

যেমন বৃষ্টির পানিতে আছে অ্যালকালাইন উপাদান, যা অ্যাসিডিটি কমায় ও হজমশক্তি বাড়ায়।

এতে থাকা অ্যালকালাইন পিএইচ ক্যানসার কোষের বৃদ্ধি রুখে দেয়।

এই পানি অ্যান্টি-অক্সিডেন্টের কাজ করে, যা ত্বক, চুলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে।

প্রতিদিন সকালে সংরক্ষণ করে রাখা বৃষ্টির পানি ২-৩ চামচ খেলে পাকস্থলীর সমস্যা দূর হয়।

গরমে যাদের ত্বকে ঘামাচি হয় তারা বৃষ্টি তে গোসল করতে পারেন।

এতে ঘামাচি দ্রুত দূর হয়। ত্বকের জ্বালাপোড়া ভাবও আর থাকে না।

তবে মনে রাখবেন, যেসব স্থানের পরিবেশ দূষিত, সেখানকার বৃষ্টির পানি দিয়ে গোসল করা কিংবা পানি খাওয়া থেকে বিরত থাকতে হবে।

পানি সংরক্ষণ করার সময় খেয়াল রাখতে হবে সংরক্ষিত পাত্রে যেন পাতলা কাপড় দিয়ে ঢাকা থাকে।

বৃষ্টি পড়া শুরু হওয়ার এক ঘণ্টা পর পানি সংরক্ষণ করুন। এর আগে কখনোই বৃষ্টির পানি সংরক্ষিত করতে যাবেন না। এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি।

আরও পড়ুন :

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ