Header Ads Widget

Responsive Advertisement

গাইবান্ধায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে চালকসহ ২ জন নিহত



 গাইবান্ধায় গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে কারের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি।

শুক্রবার (৩০ জুন) ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধায় দুর্ঘটনায় নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী ফেনির ফুলগাছি থানার দামুড়া

গ্রামের মৃত হাজী আব্দুল মান্নানের পুত্র আবুল বাশার (৬০) ও কারের চালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকা হক মিয়ার পুত্র মো. মিজান।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের হস্তান্তর করেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান,

গুড়ি গুড়ি বৃষ্টির সময় রংপুরমুখী প্রাইভেট কারের সঙ্গে ঢাকামুখি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে কারটি দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক মিজান ও যাত্রী বাশার মিয়া মারা যান। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান,

দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আরও পড়ুন :

 

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ