Header Ads Widget

Responsive Advertisement

প্রিয়তমা ১০০, সুড়ঙ্গ ২৮, প্রহেলিকা ৮টি হলে মুৃক্তি পাচ্ছে!


ঈদে সিনেমা মুক্তি ঘিরে চিত্রপাড়ায় অনেকগুলো সিনেমা থাকলেও শেষ পর্যন্ত ঈদ উৎসবে প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে পাঁচটি সিনেমা- প্রিয়তমা, সুড়ঙ্গ, প্রহেলিকা, ক্যাসিনো ও লাল শাড়ি।

সিনেমাগুলোতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান-ইধিকা পাল, আফরান নিশো-তমা মির্জা, মাহফুজ আহমেদ-শবনম বুবলী, নিরব-বুবলী, সাইমন সাদিক-অপু বিশ্বাস।

চলছে শেষ মুহূর্তের হল বুকিং। দেশে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা ৪৫টির মত এবং মাল্টিপ্লেক্স ২১টি- সব মিলিয়ে হল চালু থাকে ৬৬টি।

ঈদে দেশের বিভিন্ন প্রান্তে মিলিয়ে প্রায় একশটির মত চালু হয়। এবারেরও ব্যতিক্রম হয়নি।

তবে এখন পর্যন্ত হল বুকিংয়ে এগিয়ে আছে শাকিব খানের ‘প্রিয়তমা’ । পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, সিনেমাটি একশোরও বেশি হল পেয়েছে ইতিমধ্যে।

অপরদিকে, আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৮ হলে।

এমনটা নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকি। সিনেমাটি দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে নিশোর।

‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে ৮ বছর পর বড় পর্দায় আসছেন মাহফুজ আহমেদ।

সিনেমাটি এখন পর্যন্ত রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্সের ৩ শাখা, চট্টগ্রাম স্টার সিনেপ্লেক্সের ৩ শাখা, সিলভার স্ক্রিন ও

কেরানীগঞ্জের লায়নস সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

নিরব-বুবলীর ‘ক্যাসিনো’ সিনেমাটি ১৬টির মত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।

তবে এর নির্মাতা সৈকত নাসির বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন,

‘সিনেমা কয়টি হল পেল বা না পেল সেটা আমার জানা নেই। আর এটা আমার জানার কথাও না। সেটা প্রযোজক বা পরিবেশক বলবেন।’

অপু বিশ্বাস ও সাইমন সাদিক জুটির ‘লাল শাড়ি’ সিনেমাটি ২০টির মত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জানিয়ে সিনেমাটির নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন,

‘সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এখন পর্যন্ত ১৫টি হল চূড়ান্ত হয়েছে, তবে রাতের মধ্যে আরও কিছু যোগ হবে। ২০-২২টির মত হল পাবার সম্ভাবনা রয়েছে আমাদের।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শক সমিতির সূত্রে জানা গেছে,

ঈদে মুক্তির মিছিলে অন্তর্জাল, জিম্মি, কাগজের বউ, রিভেঞ্জ থাকলেও শেষ মুহূর্তে সিনেমাগুলো মুক্তি থেকে সরে এসেছে।

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ