Header Ads Widget

Responsive Advertisement

২৯টি শর্তের বিনিময়ে জনসমাবেশের অনুমতি পেলো বিএনপি


২৯টি শর্তের বিনিময়ে সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ)।

ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল এ্যাসিসট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯টি শর্তসহ এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, সোমবার বেলা ৩টায় শুরু হবে  জনসমাবেশ। এ উপলক্ষ্যে সকাল ১১টার পর থেকে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু করেছে বিএনপি।

জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবি আদায়ে গত শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে

নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সোমবার সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে বিএনপি। এরই অংশ হিসেবে রাজধানীর জনসমাবেশ করবে দলটি।

আরও পড়ুন :

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ