Header Ads Widget

Responsive Advertisement

বিএনপির জনসমাবেশ চলছে সোহরাওয়ার্দী উদ্যানে


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিএনপির জনসমাবেশ। এতে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

চারটি পিকঅ্যাপ দিয়ে অস্থায়ী জনসমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে।

এতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

জনসমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

দুপুরের পর থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন।

বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে এবং মিছিলে ও স্লোগানে মুখর করে তুলেছে।

ঢাকার প্রবেশপথে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের যৌথ আক্রমণ,

হামলা, নির্যাতন ও পাইকারি হারে গ্রেপ্তারের প্রতিবাদে এই জনসমাবেশ করছে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

নয়াপল্টন কার্যালয়ে সামনে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও রবিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জনসমাবেশ করা হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

সতর্ক অবস্থানে পুলিশ জনসমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উদ্যানের আশপাশ এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মৎস্য ভবন এলাকা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পুলিশের অবস্থান লক্ষ করা গেছে।

এর মধ্যে মৎস্য ভবন এলাকায় পুলিশের কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে।

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ