Header Ads Widget

Responsive Advertisement

টঙ্গীতে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

 


গাজীপুরের টঙ্গীতে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর গাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস পাল উজা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

মৃত ওই শিক্ষার্থীর নাম রাকিবুল হাসান ইমন (২০)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খারহাট গ্রামের হাসান মিয়ার ছেলে। রাজধানী উত্তরার সানরাইজ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন ইমন। তিনি টঙ্গীর গাজীবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে বাস করতেন।

পুলিশ জানায়, ইমন লেখাপড়ার পাশাপাশি তার বাবার চায়ের দোকানে কাজ করতেন। মঙ্গলবার ভোরে দোকানে কাজ শেষে বাসায় ফিরে আসেন তিনি।

পরে নিজ কক্ষে ঘুমিয়ে যান। এরই এক পর্যায়ে ইমনের কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে ঘরের ভেতরে যান তার মা।

এ সময় ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত নিথর দেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন।

পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মা রোকসানা বেগম বলেন,

‘প্রায়ই রাত জেগে তার বাবার সঙ্গে চায়ের দোকানে কাজ করত ইমন।

মঙ্গলবার ভোরে দোকান থেকে ফিরে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে সে। পরে দরজা খোলা পেয়ে ঘরের ভেতরে গিয়ে ইমনের ঝুলন্ত মরদেহ দেখতে পাই।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আশরাফুল ইসলাম বলেন,

‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ