Header Ads Widget

Responsive Advertisement

সাকিবকে বদলে বাংলাদেশের অধিনায়ক মিরাজ



 শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সাকিবের ইনজুরির কারণেই এমন সিদ্ধান্তের কথা জানা গেছে।



আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠবে বৈশ্বিক ক্রিকেট ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের। তার আগে অংশগ্রহণকারী দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে। এরই ধারাবাহিকতায় আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। আর এই ম্যাচটিতেই নেতৃত্বে বদল দেখা গেল বাংলাদেশের। 


জানা গেছে, গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। অনেকটাই ফুলে গেছে পা। যে কারণে আজকের ম্যাচে খেলছেন না সাকিব। আর তাই ম্যাচটিতে টিম টাইগার্সের নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 


এদিকে, বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবালের না থাকা এবং সাবেক এই অধিনায়কের ১২ মিনিটের এক ভিডিও বার্তা নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। এর মধ্যেই সাকিব আল হাসানের পাল্টা একটি সাক্ষাৎকার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। ভিডিও বার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তবে এসব পার করে এখন বাংলাদেশের নজর মাঠের ক্রিকেটে। 


বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে আইসিসি। ভারতের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ