Header Ads Widget

Responsive Advertisement

বিএনপি নেতা মিন্টুর বাড়িতে হামলা, গাড়িতে আগুন

 


বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর গ্রামের বাড়িতে হামলা ও গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়,

সোমবার দিবাগত রাত ১টার দিকে পৌরসভার আলাইয়ারপুর মিন্টুর গ্রামের বাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

এ সময় মিন্টু গার্ডেনের সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেন তারা। পরে ফায়ার সার্ভিস আসার আগেই গাড়িটি পুড়ে যায়।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ গণমাধ্যমে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছেন।

আগুনে একটি গাড়ির পুরো অংশ পুড়ে গেছে।

এ ঘটনায় সরকার দলীয়দের দায়ী করে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন,

‘বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ বোমা হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে।

তার ছোট ভাই দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের স্ত্রী শাহীন আকবর ও তার সন্তানদের হত্যার উদ্দেশ্যে তারা এ হামলা করেছে।’

অভিযোগ প্রসঙ্গে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন বলেন,

‘হামলা বা অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে সেটি ভিত্তিহীন ও বানোয়াট।

আমাদের নেতাকর্মীরা এ ধরনের কোনো কাজে সম্পৃক্ত নয়।’

দাগনভূঞা থানার উপপরিদর্শক মোহাম্মদ রাশেদুল হক বলেন, এ ঘটনায় মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ