Header Ads Widget

Responsive Advertisement

দুপুরে আ.লীগের মনোনয়ন বিতরণ

 


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় বাংলাদেশ আওয়ামীলীগের মাননীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বিতরণ করা হবে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

তিনশ সংসদীয় আসনের মধ্যে দুটি বাদ রেখে বাকি ২৯৮টি আসনে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি।

দলীয় প্রার্থী বাছাইয়ে এবার নানা চমক এনেছেন আওয়ামীলীগ। অধিক বয়স, জনপ্রিয়তা হারানো

এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বাদ পড়েছেন তিন প্রতিমন্ত্রীসহ বর্তমান সংসদের ৭১ এমপি।

তাদের জায়গায়সহ অন্যান্য আসন মিলে প্রার্থী তালিকায় উঠে এসেছে ১০৫ নতুন মুখ।

গত নির্বাচনে জোট ও শরিকদের ছাড় দেওয়া হয়েছিল, এমন আসনগুলোর মধ্যে দুটি বাদে বাকি সবগুলোতেই দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

তালিকায় পোড় খাওয়া প্রবীণ নেতাদের পাশাপাশি ছাত্রলীগের একঝাঁক তরুণ নেতাও রয়েছেন।

নৌকার মাঝি হয়েছেন রাজনীতিবিদদের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের তারকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার পরিচিত মুখ।

সব মিলিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে এবার নতুন মুখের ছড়াছড়ি।

রোববার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ