Header Ads Widget

Responsive Advertisement

খাগড়াছড়িতে আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল



 খাগড়াছড়িতে ২৯৮নং আসনের মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ নৌকা মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। 

বুধবার (২৯ নভেম্বর ২০২৩) দুপুর ২টায় রিটার্নিং অফিসার খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিজ্জামান এর হাতে মনোনয়নপত্র দাখিল করেন। 

এ সময় কুজেন্দ্র লাল ত্রিপুরা দলীয় নেতাকর্মীরা অংশ নেয়।

ফলে এরই মধ্যে দলীয় নেতাকর্মীদের মাঝে ভোটের উৎসব বিরাজ করছে। উৎসব-আমেজের মধ্য দিনে অতিবাহীত করছে নেতাকর্র্মীরা। 

তারা সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

পরে সাংবাদিকদের সাথে কথা বলে কুজেন্দ্র লাল ত্রিপুরা তাকে তৃতীয় বার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধান্যবাদ জানান।

 এ সময় শতভাগ জয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি জনগণের প্রতি আস্থার কথা জানান। 

সে সাথে আওয়ামী লীগের খাগড়াছড়িতে সু-সংগঠিত এবং ঐক্য জানিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার ক্ষেত্রে জনগণ ভুল করবেনা বলেও জানান।

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,

সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামীলীগের নেতারা এবারো কুজেন্দ্র লাল ত্রিপুরা হ্যাট্টিক জয় করবে বলে জানিয়ে আওয়ামীলীগের পক্ষ থেকে ।

এদিকে- ২৯৮নং খাগড়াছড়ি আসনে ৬জন ফরম সংগ্রহ করেছে বলে সূত্র জানায়। 

এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেও এখন পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এবং কেন্দ্রীয় জাতীয় মহিলা পার্টির সদস্য মিথিলা রোয়াজা,

 তৃনমূল বিএনপির পক্ষ থেকে উশেপ্রু মারমা,স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এর উপদেষ্টা মোঃ মোস্তফা ও জাকের পাটির মোঃ হোসেন জমা দেওয়ার কথা রয়েছেন।  

আরও পড়ুন :

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ