Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে বিদ্যুৎপৃষ্টে ‍একই পরিবারের ৪ জনের মৃত্যু



 ময়মনসিংহে নান্দাইল উপজেলায় বসতঘরেই অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বীরঘোষপালা গ্রামে এঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামাল উদ্দিন (৩২) তার মা আনোয়ারা বেগম (৬৫) শিশু কন্যা আনিকা আক্তার (৪) ও ফাইজা (৬)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বীরঘোষপালা গ্রামে জামাল উদ্দিন অসহায় দরিদ্র পরিবারের সন্তান।

অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। নিজের বসত ঘরেই অটোরিকশাকে চার্জ দিত।

শনিবার বিকালে জামাল উদ্দিন ঘর থেকে অটোরিকশা বের করতে যান। অসাবধানতায় অটোরিকশাটি বিদ্যুৎতায়িত হয়ে জামাল উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়।

এতে জামাল উদ্দিন চিৎকার দিলে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হন।

এ সময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে ছেলে ও নাতিদের ধরতে গেলে তিনিও বিদ্যুস্পৃষ্ট ঘটনাস্থলে মারা যান।

দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মর্মান্তিক এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া বলেন, ‘অটোরিকশা চার্জ দেওয়া অবস্থায় ছিল।

যে কোনো ভাবে সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। অটো বের করতে গেলে এমন হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন,

‘বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের ৪ জনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি খুবই মর্মান্তিক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ