Header Ads Widget

Responsive Advertisement

রাঙ্গুনিয়া রানীর হাট ICMT কম্পিউটার একাডেমীর শর্ট কোর্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত



 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত WIT ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ICMT কম্পিউটার একাডেমির ৩মাস, ৬মাস ও ১বছর মেয়াদি শর্ট কোর্স ফাইনাল পরিক্ষা অনুষ্ঠিত হয়।  শুক্রবার(২৯ডিসেম্বর) রানীর হাট ডিগ্রী কলেজের কলা ভবনে সকাল ১০টায় পরিক্ষা শুরু হয় এবং ১১টায় শেষ হয়। পরিক্ষায় ১১০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এসময় পরিক্ষার হল পরিদর্শন করেন ICMT কম্পিউটার একাডেমির পরিচালক ও রানীরহাট ফাজিল মাদ্রাসার ICT লেকচারার শিহাব উদ্দিন খালেদ, রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মঞ্জুর মোর্শেদ, রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের প্রভাষক বিজয় দত্ত, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষক এইচ এম তারেক হোসাইন, বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী মুহাম্মদ দিদারুল আলম, সংগঠক প্রবাসী মুহাম্মদ মহিউদ্দিন, ICMT'র অফিস এক্সিকিউটিভ মুহাম্মদ রুবেল। 


ICMT'র পরিচালক শিহাব উদ্দিন খালেদ বলেন, আমাদের ICMT কম্পিউটার একাডেমি ২০০৯সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এতদঞ্চলের  এই পর্যন্ত প্রায় ৪ হাজার প্রশিক্ষণার্থীকে  কম্পিউটার ও আইটি শিক্ষায় দক্ষ করে তুলতে সক্ষম হয়েছি। বর্তমানে তাদের মধ্যে অনেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্টানে প্রতিষ্ঠিত। অনেক মেধাবী ও গরিব প্রশিক্ষনার্থীদের ফ্রি'তে কম্পিউটার ও আইটি শিক্ষা প্রদান করে আসছি। বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের পর পরিক্ষার মাধ্যমে ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন কর্তৃক সনদ প্রদান করা হয়। যা তাদের কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ