Header Ads Widget

Responsive Advertisement

রংপুর বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা

 


আজ ও আগামীকাল বুধবার রংপুর বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিদ্যালয় খোলা থাকবে এবং প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম ডিবিসি নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

ফলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে শীত ও ঠাণ্ডার তাপমাত্রা স্বাভাবিক হলে আবারও যথারীতি পাঠদান চালু করা হবে।

মঙ্গলবার ভোর ৯টায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ মোতাবেক ও রংপুর বিভাগের

সব প্রাথমিক বিদ্যালয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত অ্যাকাডেমিক শিক্ষা কার্যক্রম ও পাঠদান কর্মসূচি বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে রংপুর ছাড়াও চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ ও মেহেরপুরে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এবার পৌষের শুরু থেকেই জেঁকে বসেছে শীত। শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় আচ্ছন্ন উত্তরের জনপদ। বেলা বাড়ার পর রোদের দেখা মিললেও বইছে হিমেল হাওয়া।

ফলে তীব্র শীতে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে-খাওয়া মানুষজন।



এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ