Header Ads Widget

Responsive Advertisement

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

 


ঝালকাঠিতে হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করল জেলা পুলিশ। উদ্ধার হওয়া ফোনগুলো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।


আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে মোবাইলগুরো মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।


এসময় পুলিশ সুপার বলেন, গত কয়েক মাসে ঝালকাঠি জেলার বিভিন্ন থানা এলাকা থেকে যেসব মোবাইল ফোন সেট হারিয়ে যাওয়ার সাধারণ ডায়েরি হয়েছে, তার মধ্যে ১১টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। সাধারণত তৃতীয় পক্ষের মাধ্যমে ফোনসেট উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।


হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে শাহজাদি শারমিন নামের এক নারী জানান, গত ডিসেম্বর মাসে আমার ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে যায়। ফোনটি ফেরত পাবো আশা ছিলনা। এরপরও থানায় জিডি করেছি। এই মোবাইল ফোন ফেরত পেয়ে তিনি খুবই খুশি।


পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে মোবাইল ফোনসেট হস্তান্তরের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ার সাঈদ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শেখ ইমরানসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ