Header Ads Widget

Responsive Advertisement

ইফতারিতে মেয়াদোত্তীর্ণ স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, মা-বোনসহ অসুস্থ ৪


মেয়াদোত্তীর্ণ স্যালাইন খেয়ে জিমহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মৃত ওই শিশুটির মা ও বোনসহ আরও চারজন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বেলকুচি উপজেলার সিরাজগঞ্জের বেলকুচিতে বৈলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জিমহা খাতুন বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে। অন্য অসুস্থরা হলেন- মৃত জিমহার মা পারভীন খাতুন, বোন রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজী মিথিলা।

সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সারাদিন রোজা রেখে ইফতারিতে ওরস্যালাইন ও ইস্পি পাউডার গুলিয়ে ইফতার করেন পারভিন খাতুন। এ সময় তার তিন সন্তান জিম, রিয়া, নুরি ও ভাতিজী মিথিলা ওরস্যালাইন ও ইস্পি পাউডারের মিশ্রণের পানি পান করেন। ইফতার শেষে পারভিন ও তার তিন শিশু সন্তান ও ভাতিজি অসুস্থ হয়ে পড়েন।

প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাদের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

হাসপাতালে আসার পর জিমহা নামের তিন বছরের শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ অপর চারজনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জিমহার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ