Header Ads Widget

Responsive Advertisement

বিকেলে খালেদা জিয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ১১ সদস্যের মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চলছে তার শারীরিক নানা পরীক্ষা।

রোববার (৩১ মার্চ) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, শনিবার (৩০ মার্চ) গভীর রাতে হঠাৎ বমি করেন বেগম খালেদা জিয়া। অবনতি হয় তার শারীরিক অবস্থার। এ সময় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে সিসিইউতে নেয়া হয়।

অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন,

রাতেই বেগম জিয়ার বেশকিছু পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে মেডিকেল বোর্ড তাৎক্ষণিক ওষুধ দেয়। রোববার সকালে আবারও দুই দফায় বেগম জিয়ার শারীরিক পরীক্ষা করে মেডিকেল বোর্ড। বিকেল নাগাদ সব পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত নেবেন তার চিকিৎসকরা।

এর আগেও বুধবার (২৭ মার্চ) দুপুরের পর অসুস্থ অনুভব করেন খালেদা জিয়া। ইফতারের পর মেডিকেল বোর্ড বেশ কয়েকবার তার স্বাস্থ্য পরীক্ষা করে জানান, সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন তাকে। তবে যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে যেকোনো সময় হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

আটাত্তর বছর বয়সি খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। সবশেষ ১৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এছাড়া গত ৮ ফেব্রুয়ারি নিয়মিত চেকআপের জন্য এভারকেয়ারে যান তিনি।

এরও আগে গত বছরের ৯ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। টানা পাঁচ মাস পাঁচ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চলতি বছরের ১১ জানুয়ারি বাসায় ফেরেন তিনি।

 

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ